চৌদ্দগ্রামে ঘোলপাশার জনসভায় যুবলীগ সহ-সভাপতি এম এ বাশার নয়নের শোডাউন

0
397

মনোয়ার হোসেন: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের আমানগন্ডা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নঈমুল হক মজুমদার রাফিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি।

উক্ত জনসভায় বিশাল মিছিল নিয়ে শোডাউন করেন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এম এ বাশার নয়ন। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ৬নং ঘোলপাশা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল খায়ের, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজিব আহম্মেদ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক নোমান সহ সহস্রাধীক নেতাকর্মী।