মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে কেক কাটা ও আলোচনা সভা সহ বর্ণাঢ্য আয়োজনে আকচর সমাজ কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) সকালে সংস্থার কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: এনামুল হক।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও সংস্থার সিনিয়র সদস্য এম এস আই নীরব এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আকচর সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা আগামী দিনে সংস্থার পথচলা বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। প্রোগ্রাম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন সংস্থার সদস্য রিফাত, আকাশ, তোহা, সৌরভ, ফাহিম, বাবু, সাইফুল প্রমুখ। পরে বিগত বছরের হিসাব নিকাশ প্রদানের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে।