চৌদ্দগ্রামে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত

0
1176

স্টাফ রিপোর্টার: “মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” স্লোগানকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে কুমিল্লার চৌদ্দগ্রামে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম থানা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেলের সিনিয়র এএসপি মো: সাইফুল ইসলাম সাঈফ।

চৌদ্দগ্রাম উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল ওয়াদুদ দুলালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মো: মিজানুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মাহফুজ।

চৌদ্দগ্রাম থানার ওসি (অপারেশন) ত্রিনাথ সাহার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষকলীগের সভাপতি ও গুনবতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মো: নজরুল ইসলাম কামাল, পৌর আ’লীগ নেতা ইদ্রীস মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: বদিউল আলম পাটোয়ারী, সাংবাদিক মো: আক্তরুজ্জামান, আলকরা ইউনিয়নের মেম্বার মো: শিমুল, উপজেলা যুবলীগের সদস্য মো: আরিফুর রহমান টিপু।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: কাউছার হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী মো: নজির আহম্মদ, পৌর কাউন্সিলর মো: মফিজুর রহমান, বাতিসা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: খোরশেদ আলম মানিক, পৌর শ্রমিক লীগের সভাপতি মো: তৌহিদুল ইসলাম, পৌর যুবলীগ নেতা মো: ফরাস উদ্দীন রিপন, ইউপি সদস্য মো: শাহজাহান, জাহাঙ্গীর আলম, উপজেলা কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।