ঘোলপাশায় ধনুসাড়া দক্ষিণ-পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

0
251

নিজস্ব প্রতিবেদক: চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া দক্ষিণ-পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে গত শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারটায় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন।

এ সময় উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আব্দুল কাদের, মো: মুজিব, মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য দিল মোহাম্মদ দিলু, সেক্রেটারী ডা. মো: জাহাঙ্গীর, ইউপি সদস্য এয়াছিন বাদশা, মো: মফিজ উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক কাজী সেলিম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবুল খায়ের বেপারী (ডিলার), যুবলীগ নেতা আবুল খায়ের ভূঁইয়া, স্থানীয় এতিমখানার শিক্ষক মাওলানা শাহপরান, বিশিষ্ট সমাজসেবক শাহ আলম (স্বপন), কাজী কামাল হোসেন, মো: মাইন উদ্দিন, আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।