দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন চৌদ্দগ্রামে নৌকার প্রার্থী মুজিবুল হক

0
235

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সকল মেগা প্রকল্পগুলো এ সরকারের আমলেই বাস্তবায়িত হয়েছে। বর্তমানে আরো কিছু প্রকল্প চলমান রয়েছে। এগুলো শেষ হলে দেশের চেহারা পাল্টে যাবে। অসাধারণ সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে এ দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।’

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, ‘দলের সিদ্ধান্ত হলো, বাহিরে থাকা কারো পরামর্শে বিভ্রান্ত হবেন না। আগামী ৭ তারিখ নৌকা প্রতীককে বিজয় করার মাধ্যমে দলের সাথে বিশ্বাসঘাতকদের সমুচিত জবাব দিয়ে দিবেন।’

তিনি আরো বলেন, ‘চৌদ্দগ্রামে নৌকার জোয়ার উঠে গেছে। কোন ষড়যন্ত্রই নৌকার বিজয় ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহর রহমতে আপনাদের ভোটে আবার এমপি নির্বাচিত হলে আপনাদের সকল কাজ করে দিবো ইনশাআল্লাহ’।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাশিনগর ইউনিয়নের কাশিনগর বসন্ত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের।

কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মফিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মান্নান ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন, শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা আবুল হাশেম, কাশিনগর ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রউফ, কাশিনগর ইউপির চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, গুনবতী ইউপির সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকন, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, নায়িমুর রহমান মজুমদার মাছুম, জাফর ইকবাল, এ কে খোকন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরে আলম শাহিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরদার, আওয়ামী লীগ নেতা জাহেদুল আলম শাহেদ, মোস্তফা মনিরুজ্জামান জুয়েল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজুন্নেছা আমিন, মহিলা আওয়ামী লীগের নেত্রী ফাতেমা আক্তার মুন্নী, তাহমিনা আক্তার, এডভোকেট হাজেরা খাতুন, আওয়ামী লীগ নেতা শাহরিয়ার মজুমদার জুয়েল, বাহার উদ্দিন বাহার, মিজানুর রহমান, ইসমাইল হাজারী, এম এ ওয়াদুদ, শিহাব উদ্দিন, মো: শাহজালাল, মো: আলম, মাস্টার ইব্রাহিম খলিল,মাসুদুর রহমান মাসুদ, আবদুল মোতালেব, মনিরুজ্জামান মনির, আলী আশরাফ, আলমগীর হোসেন, হারুনুর রশিদ,আবুল কাশেম ডিলার, আবদুল গফুর মেম্বার, খোরশেদ আলম, মাস্টার আবদুল মমিন, রবিউল হক কামাল, মাস্টার আবুল কাশেম, শাহ আলম মেম্বার, আবদুস ছাত্তার মেম্বার, এনামুল হক হাজারী, ফখরুল আলম সোহাগ, মো: রাজীব প্রমুখ।

এ সময় কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।