চৌদ্দগ্রামে মধ্যম চাঁন্দিশকরা দো-তলা মসজিদের মুয়াজ্জিনকে বিদায়ী সংবর্ধনা

0
192

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভাধিন মধ্যম চাঁন্দিশকরা দো-তলা জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মো: জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাওলানা জাকির হোসেন ১৯৯৭ সালে এ মসজিদটিতে যোগদানের পর দীর্ঘ সাতাশ বছর সুনামের সহিত মসজিদের খেদমতে নিয়োজিত ছিলেন। সোমবার অত্র মসজিদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় গ্রহণ করেন তিনি। তাঁর গ্রামের বাড়ী পাশর্^বর্তী লাকসাম উপজেলার ফুলগাঁও গ্রামে। বিদায় বেলায় মসজিদের মুসল্লী ও মক্তব্য শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

শুক্রবার (০৩ মে) বা’দ জুমআ মধ্যম চাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে জামে মসজিদে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি এছাক দুলাল মুহুরী, সেক্রেটারী মো: সাদেক মিয়া, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার শিক্ষক ও মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন চৌধুরী।

মধ্যম চাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা মো: জাকির হোসেন বাদল এর সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ডা. কামরুল হাসান, মো: জুয়েল, মেহেদী হাসান রিয়াদ, জাহিদ হাসান রতন, লিমন পাটোয়ারী, মোহাম্মদ সোহাগ মিয়া, মোহাম্মদ শিপন, মোহাম্মদ সৌরভ ও মোহাম্মদ নজরুল প্রমুখ।