চৌদ্দগ্রামে উজিরপুর বিএনপি’র উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

0
1482

মনোয়ার হোসেন: আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ভাবে ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল হুদার পরামর্শ ও নির্দেশনায় ২নং উজিরপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে স্থানীয় মিয়াবাজারের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উজিরপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুঃ রুবেলের সঞ্চালনায় ও উজিরপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন এমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াদুদ। প্রধান বক্তা ছিলেন উজিরপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মীর আব্দুর রহমান আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উজিরপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা তাঁতী দলের সভাপতি হাজী ইব্রাহীম খলিল, উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ গোলাম ইসহাক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়ের হোসেন । সভার শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ৮ নং ব্লক সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

সভায় আরও বক্তব্য রাখেন, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খোরশেদ আলম, উজিরপুর ইউনিয়ন যুবদল নেতা নূর মোহাম্মদ।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়নের সামুকসার ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো: হারুন রশিদ মজুমদার, কোমার ডোগা ওয়ার্ড সভাপতি ফরিদ মিয়া, জগমোহনপুর ওয়ার্ড সভাপতি মো: আলম, মানিকপুর ওয়ার্ড সভাপতি মো: খোকন, চাঁন্দশ্রী ওয়ার্ড সাধারণ সম্পাদক খন্দকার মামুন, ব্রহ্মপুর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো: হান্নান। উজিরপুর ইউনিয়ন যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, যুবদল নেতা নুরুন্নবী, মো: জাহাংগীর হোসেন,গাজী ইসমাইল, কাদের, শহিদ, জাফর, সুজন, শরীফুল আলম অন্তর, মোতালেব, হোসেন জাগন্ত, রুবেল মিজান, মামুন, সেন্টু, ইউছুফ উজিরপুর ইউনিয়ন প্রবাসী ফোরাম সভাপতি মিজানুর রহমান বাবু উজিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা কাজী শামীম আকবর, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল খালেক পরশ, আবু হেনা রনি, মিয়া বাজার কলেজ ছাত্রদল নেতা মাসুম সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।