নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে পাঁচরা জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানার বিদায়ী ওসি আব্দুল্লাহ্ আল মাহফুজ ও নবনিযুক্ত ওসি শুভ রঞ্জণ চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম পৌরসভা হলরুমে সংস্থার সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো: মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষকলীগ নেতা মো: মমিনুর রহমান ফটিক, সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পাঁচরা জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানার নবনিযুক্ত ওসি শুভ রঞ্জণ চাকমাকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংস্থার সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারীর নেতৃত্বে শুভেচ্ছা প্রদানকালে সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।