চৌদ্দগ্রাম থানা পরিদর্শন করেন সিনিয়র এএসপি সাইফুল ইসলাম

0
1861

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানা পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: সাইফুল ইসলাম সাইফ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা এগারটায় তিনি চৌদ্দগ্রাম থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারগুলো সহ থানায় রক্ষিত অস্ত্র পরিদর্শন করেন। পরিদর্শন কাজে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা।

এর আগে থানা পরিদর্শনের উদ্দেশ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: সাইফুল ইসলাম সাইফ থানায় পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান থানার ওসি (তদন্ত) ত্রিনাথ সাহা। এসময় থানায় কর্মরত এসআই, এএসআই, কনস্টেবল সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।